backslash character constant এর বিবরণ ও ব্যবহার

BACKSLASH CHARACTER CONSTANT


C PROGRAMMING এ কিছু backslash character constant ব্যবহার করা হয় যা আউটপুট ফাংশন হিসাবে কাজ করে। সাধারনত ব্যাকস্লেস (\) দেওয়ার পর একটি ক্যারেকটার ব্যবহার করা হয় যা একটি নিদিষ্ট ফাংশন হিসাবে কাজ করে।প্রতিটি ব্যাকস্লেস ক্যারেকটার আলাদা আলাদা কাজে ব্যবহার হয়।
নিচের টেবিলে ব্যাকস্লেস ক্যারেকটার কনস্টেন্ট ও তাদের ব্যবহার দেখানো হলঃ

ব্যাকস্লেস ক্যারেক্টার কনস্টেন্ট ব্যবহার
\0 নাল(null) ক্যারেক্টার প্রদর্শনের জন্য
\\ ব্যাকস্লেস (\) প্রদর্শনের জন্য
\" ডাবল কোটেশন প্রদর্শনের জন্য
\a সতর্ক সংকেত(alarm) দানের জন্য
\b আউটপুট বামে এক ঘর সরানোর জন্য
\f আউটপুট নিচের লাইনে দেখানোর জন্য
\n আউটপুট নতুন লাইনের শুরুতে দেখানোর জন্য
\r আউটপুট পরবর্তী লাইনের একই কলাম বরাবর দেখানোর জন্য
\t আউটপুট ডানদিকে এক ট্যাব দূরত্বে দেখানোর জন্য
\v আউটপুট নিচের দিকে নিদিষ্ট দূরত্বে দেখানোর জন্য
\xN হেক্সাডেসিমেল কন্সট্যান্ট দেখানোর জন্য।

No comments

Powered by Blogger.