Html এর tag ও এর বিবরণ

এইচটিএমএল এর ট্যাগ সমুহঃ সবকিছু শিখার একটি নিয়ম আছে। তেমনি html শিখতে কিছু নিয়ম মেনে চলতে হয়। html মানেই tag এর খেলা। আপনি যদি tag গুলো মনে রাখতে পারেন তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। অবশ্য এইচটিএমএল এ tag গুলো খুব সোজা। একটু চেষ্টা করলাই পারবেন। নিচে কিছু html এর ট্যাগ ও ব্যবহার দেখানো হলঃ বিঃদ্রঃ- tag সমুহ ব্যবহারের সময় অবশ্যই <> এই চিহ্নের মধ্যে ব্যবহার করবেন। যেমনঃ...

ট্যাগের নাম ট্যাগের বিবরন
blink ... /blink লিখাকে blinking করার জন্য।
ins . .. /ins লিখাকে insert করার জন্য
del…/del লিখাকে delete করার জন্য
strike../strike লিখার মাঝখানে দাগ দেওয়ার জন্য
tt../tt লিখাকে টাইপ রাইটারে টাইপ করার মতো
pre../pre যেভাবে লাইন ব্রেক,স্পেস, ট্যাব ইত্যাদি ব্যবহার করা হবে সেভাবে ব্রাউজারে দেখাবে।
ul../ul আন অর্ডার লিস্ট তৈরীতে ব্যবহৃত হয়।
li../li লিস্ট তৈরীতে ব্যবহৃত হয়
ol..../ol অর্ডার লিস্ট তৈরীতে ব্যবহৃত হয়
command…./commend কমান্ড বাটন তৈরীতে ব্যবহৃত হয়
manu../manu মেন্যু নির্দেশের জন্য ব্যবহৃত হয়।
b… /b টেক্সট বোল্ড বা মোটা করার জন্য
i … /i টেক্সটকে ইতালিক করার জন্য
strong…/strong অধিক গুরুত্বপূর্ণ লিখাকে হাইলাইট করার জন্য।
em…/em অধিক গুরুত্বপূর্ণ লিখাকে emphasized করতে ব্যবহৃত হয়।
sub…/sub লিখাকে supscript করার জন্য।
sup…/sup লিখাকে superscript করার জন্য।
abbr.../abbr abbreviation ট্যাগ
blockquote.../blockquote বিশেষ উদ্বৃতি প্রকাশের জন্য
p.../p paragraph তৈরীর জন্য।
style.../style বিষয়বস্তু কোন style a ব্রাউজারে দেখা যাবে তা এই teg এ বর্নিত হয়।
center.../center লিখা বা ছবিকে মাঝখানে align করার জন্য।
a.../a hyperlink বানানোর জন্য
code../code প্রোগ্রামিং কোড বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
cite..../cite লিখাকে রেফারেন্স বা উদ্ধৃতি হিসাবে প্রকাশ করার জন্য।
font.../font লিখার বিভিন্ন নাম,কালার,সাইজ দেয়ার জন্য।
address.../address কোন ঠিকানা নিদিষ্ট করে দেখার জন্য।
marquee.../marquee লিখাকে একদিক থেকে অন্যদিকে চলাচল করানোর জন্য।
caption.../caption টেবিলের উপরে caption লিখার জন্য
th../th টেবিলের হেডিং সেল বানানোর জন্য।
tr../tr টেবিলের রো বা সারি বানানোর জন্য।
td.../td টেবিলের ডেটা সেল বানানোর জন্য।
audio... /audio অডিও যোগ করার জন্য।
video... /video ভিডিও যোগ করার জন্য
/br লাইন ব্রেক করার জন্য ব্যবহৃত হয়।
/img ছবি যোগ করার জন্য ব্যবহৃত হয়।
/embed পেইজে video যোগ করার জন্য ব্যবহৃত হয়।
/embed পেইজে audio যোগ করার জন্য ব্যবহৃত হয়।

No comments

Powered by Blogger.