তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্নয় এর জন্য অ্যালগরিদম ও সি প্রোগ্রাম

তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্নয় এর জন্য অ্যালগরিদম ও সি প্রোগ্রাম


অ্যালগরিদম


step 1: শুরু করি।

step 2:  ইনপুট a,  b, c নিই।

step 3: a>b  এবং a>c  হয় কিনা পরিক্ষা করি।সত্য হলে ----

step 4: বড় সংখা a ছাপাই।

step 5: অন্যথায়,যদি   b>a  এবং b>c  হয় তাহলে

step 6:বড় সংখা b ছাপাই।

step 7: অন্যথায় বড় সংখা c ছাপাই।

step 8ঃ  শেষ করি





সি প্রোগ্রামঃ



#include<Stdio.h>
#include<conio.h
main()
{
    int a, b, c;

    printf("enter first number :");

    scanf("%d", &a);

    printf("enter second number :");

    scanf("%d", &b);

    printf("enter third number :");

    scanf("%d", &c);

    if( (a>b) && (a>c))

    printf("the largest number is=%d\n", a);

    else if ((b>a)&& (b>c))

    printf("the largest number is=%d\n", b);

    else

    printf("the largest number is=%d\n", c);

    getch() ;

    }


উদাহরণঃ যদি  প্রোগ্রামটি কম্পাইল করে  রান করি এবং  তিনটি সংখ্যার মধ্যে  কোন সংখ্যা বড় তা নির্নয় করি তাহলে আউটপুট হবে---





No comments

Powered by Blogger.