marquee tag -html
marquee tag-ictdoctor360.tk |
Marquee Tag
html এর মজার একটি ট্যাগ হল Marquee Tag। এর মাধ্যমে যেকোন লিখাকে আপনি animinated করতে পারবেন। মানে আপনি লিখাকে একদিক থেকে অন্যদিকে,নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে চলাচল করাতে পারেন। Marquee tag এর মাধ্যমে লিখা খববের হেডলাইনের মত একদিক থেকে অন্য দিকে চলতে থাকে।
Marquee Tag এ কিছু attribute রয়েছে।
যেমন ঃ
- direction
- scrollamount
- behavior
- loop
direction: কোন দিক থেকে লিখা শুরু হবে তা নির্দেশ করার জন্য direction ব্যবহৃত হয়। যেমন ঃ left,right,up,down।
উদাহরণ ---
ফলাফলঃ
direction =”right” দিলে I am a student of Govt.Commerce Collage লিখাটি ডান দিক থেকে বাম দিকে চলতে থাকবে।
directiin=”up” দিলে লিখা উপর থেকে নিচে চলতে থাকবে।
directiin=”down” দিলে লিখা নিচ থেকে উপরে উঠবে।
আর কিছু না দিলে default হিসাবে লিখা বাম থেকে ডান দিকে যাবে।
scrollamount: লিখা কত গতিতে অথ্যাৎ কত আস্তে বা দ্রুত একদিক থেকে অন্য দিকে যাবে তা নির্ধারনের জন্য scrollamount tag ব্যবহার করতে হয়।
উদাহরণ ঃ
ফলাফলঃ
যদি scrollamount=”5” দেওয়া হয় তবে লিখাটি আস্তে আস্তে যাবে। আবার যদি 5 এর বদলে 10 দেওয়া হয় তবে লিখা আগের চাইতে জোরে যাবে।
Behavior: লিখার আচরন বা কিভাবে স্ক্রিন এ প্রদর্শন করবে তা নির্দেশের জন্য behavior tag ব্যবহার করা হয়।
সাধারনত alternate, slide বা scroll দিয়ে behavior নির্দেশ করা হয়।
উদাহরণ ঃ
loop: যদি লিখা নির্দিষ্ট কয়েকবার দেখানো হয় তবে loop ব্যবহার করতে হবে।
উদাহরণ ঃ
ফলাফলঃ
loop=”5” দেওয়া হয় তবে I am a student of Govt.Commerce Collage লিখাটি স্ক্রিন এ 5 বার দেখা যাবে।
No comments