ত্রিভূজের ক্ষেত্রফল নির্নয়ের (১) জন্য অ্যালগরিদম ও সি প্রোগ্রাম

ত্রিভূজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে সে ক্ষেত্রে  ক্ষেত্রফল নির্নয়ের জন্য অ্যালগরিদম ও সি প্রোগ্রাম



অ্যালগরিদম


step 1: শুরু করি

step 2: ত্রিভূজের ভূমি B ও উচ্চতা H ইনপুট হিসাবে নিই।

step 3: area=½*B*H বের করি।

step 4: ফালফল area এর মান ছাপাই।

step 5: শেষ করি।




সি প্রোগ্রাম


#include<stdio.h>

#include<conio.h>

main()

{

    float B,H,area;

    printf("Enter the base :");

    scanf("%f",&B);

    printf("Enter the height :");

    scanf("%f",&H);

    area=(B*H)/2;

    printf("Area of the triangle is=%f ",area);

    getch();

}



ধরি ত্রিভূজের ভূমি   12.66  ও উচ্চতা  19  । তাহলে ক্ষেত্রফল হবে-


No comments

Powered by Blogger.